জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) জেলা পুলিশ ভোলা এর সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।
পরিদর্শন উপলক্ষ্যে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান টি আই সমীর দেবনাথ, শহর ও যানবাহন শাখা, ভোলা।
ফুলেল শুভেচ্ছা শেষে পুলিশ সুপার মহোদয় ট্রাফিক অফিসের অফিসার ও ফোর্সের সালাম গ্রহণ ও কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ট্রাফিক অফিসে রক্ষিত বিভিন্ন রেজিস্টার হালনাগাদ তদারকি শেষে পরিদর্শন বহিতে মতামত লিপিবদ্ধ করেন।
এ সময় জনাব মোঃ আব্দুল গণি, টি আই (প্রশাসন), শহর ও যানবাহন শাখা, ভোলা, টি আই সমীর দেবনাথ, শহর ও যানবাহন শাখা, ভোলা সহ ট্রাফিক অফিসের অন্যান্য অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।