কাজী এহসানুল হক জিহাদ(ভোলা প্রতিনিধি)
ভোলায় ইয়ুথ এঙ্গেজমেন্ট ফর সাস্টেইনএবিলিটি বাংলাদেশ (ইয়েস বাংলাদেশ) এর কমিউনিটি স্কোর কার্ড বাস্তবায়ন এবং প্রজনন সাস্থ্যসেবা,জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জেলা প্রশাসনের সাথে দ্বি বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কিশোর কিশোরীরা স্থানীয় কমিউনিটি ক্লিনিকে সাস্হ্যসেবা প্রদানে কি পল্লী চিকিৎসকদের কি রকম ভূমীকা রাখা উচিৎ তা বাস্তবায়ন করেন।
কিশোর-কিশোরীররা জানায় যে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে সাস্থ্যসেবা প্রদানের গোপনীয়তা বজায় রাখা হচ্ছেনা। এবং ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা কর্নার করার দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন তাপস চন্দ্র শীল,ডিডি উপজেলা পরিবার পরিকল্পনা , ডাক্তার মেহেদী হাসান মেডিকেল ওফিসার মা ও শিশু কল্যান কেন্দ্র, তৌহিদা বেগম F.w.d. ডাক্তার পারভীন বেগম মেডিকেল অফিসার মা ও শিশু কল্যান কেন্দ্র।
এবং উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ ভোলা জেলার সদস্যবৃন্দরা।