স্টাফ রিপোটার।
নতুন ডেকোরেশন ও নিত্য নতুন খাবারের সমাহার নিয়ে আবারো চালু হলো সাউদার্ন পোর্ট ক্যাফে এন্ড আইসক্রিম বার । সাজসজ্জা ও ডেকোরেশনের জন্য কিছুদিন বন্ধ থাকার পর ৩০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারো চালু হলো ভোলা শহরের প্রান কেন্দ্র বাংলা স্কুল মোড়ে অবস্থিত নবারুন সেন্টারে এ্যাডভান্স টেক লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান সাউদার্ন পোর্ট ক্যাফে এন্ড আইসক্রিম বার ।
অ্যাডভান্স টেক লিমিটেড এর সহকারি ব্যবস্থাপনা পরিচালক ও সাউদার্ন পোর্ট ক্যাফে এন্ড আইসক্রিম বার এর প্রোপাইটার মাহমুদ হোসেন সুমন বলেন রকমারি খাবারের আয়োজন নিয়ে মনোরম পরিবেশে ভোলায় সাউদার্ন পোর্ট ক্যাফে এন্ড আইসক্রিম বারের পথচলা শুরু। এখানে খাবারের মান ও স্বাদ অক্ষুন্ন রেখে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে বিভিন্ন রকমের সুস্বাদু ফেস্টিভ্যাল কেক, লাভা কেক,স্প্রেছো কফি, চিকেন ও বীফ পেটিস, বীফ স্টেক, ১২ সাধের আইসক্রিম।