শিরোনাম
ভোলায় বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত  ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ড্রেজার মেশিনের মালিক কে আড়াই লাখ টাকা জরিমানা নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ১ ব্যবসায়ীকে জরিমানা কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশা নিয়ে ফিরছেন জেলেরা ভোলায় জামায়াতের নতুন জেলা আমির মাস্টার জাকির হোসাইনের শপথ ভোলায় ইউপি সচিবদের বদলি আতঙ্ক, একযোগে ৪১ সচিব কে বদলির আদেশ  বোরহানউদ্দিনে আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার ও চৌকিদারকে শোকজ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ভোলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে লাভলু হাওলাদারের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি 

ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

NEWS ROOM / ৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
পালিত হয়েছে ভোলায়। দিবসটি উপলক্ষে ভোলা জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলার উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালিটি বের হয়। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ফজলুর রহমান বাচ্চু মোল্লা, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, যুগ্ম- আহ্বায়ক এনামুল হক মাস্টার, যুগ্ম আহ্বায়ক মোঃ বশির আহমেদ হাওলাদার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষক দলের সভাপতি আঃ রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসানাত তসলিম, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, ধনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাভলু হাওলাদার সহ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

র‌্যালিটি সদর রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড় দিয়ে সরকারি স্কুলের মোড় হয়ে জেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয়।র‌্যালিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় জেলা শহর জুড়ে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি