সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে
৯০ গ্রাম গাঁজা সহ ৩ যুবক কে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,১৭ জুলাই সোমবার রাতে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন জুয়েলের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক হাবিবুর সহ একটি টিম
অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন এলাকা থেকে মোঃ রিয়াজ (২০),মোঃ সাগর(১৯),মোঃ সুজন(১৯) কে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ৯০ গ্রাম মাদকদ্রব্য(গাঁজা) উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে জানান,১৭ জুলাই সোমবার রাতে মাদকদ্রব্য গাঁজা সহ ৩ জনকে আটক করে ১৮ জুলাই মঙ্গলবার সকালে মাদক মামলার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।