সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য সহ মোঃ নাদিম (৪০) নামে একজনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশে ১৩ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মানিক লাল হালদারের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে নাদিম কে বোরহানউদ্দিন পৌরসভা এলাকা থেকে ২২ পিচ ইয়াবাসহ আটক করে।
নাদিম বোরহানউদ্দিন পৌরসভার আনু মিয়ার ছেলে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া জানান,বোরহানউদ্দিন থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২২ পিচ ইয়াবাসহ একজনকে আটক করে মাদক মামলার মাধ্যমে ১৪ জুলাই শুক্রবার ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।