সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ১০ পিচ (ইয়াবা) অবৈধ মাদক দ্রব্য সহ মোঃ তছলিম(৩০) নামে এক যুবককে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,১ লা সেপ্টেম্বর শুক্রবার বিকালে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মানিকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ তছলিম(৩০) নামে এক যুবককে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাধা গোবিন্দ মন্দিরের দক্ষিণ পাশের ব্রিজের ওপর থেকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে অবৈধ ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া জানান,১লা সেপ্টেম্বর অবৈধ মাদকদ্রব্য ১০ পিচ ইয়াবাসহ ১ যুবককে আটক করা হয়েছে ২ সেপ্টেম্বর শনিবার সকালে মাদক মামলার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।