সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশ:
মুজিববর্ষে আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে,আশ্রয় পাবে,শিক্ষা পাবে,উন্নত জীবনের অধিকারী হবে এই হচ্ছে আমার স্বপ্ন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় ভোলার বোরহানউদ্দিনে ৪র্থ পর্যায়ে আরো ৫১টি গৃহহীন ও ভূমিহীন পরিবার মুজিববর্ষের উপহারের ঘর ও জমি পেলেন।
৯ আগষ্ট বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবিসহ সনদপত্র প্রদান করা হয়।
এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্পের অধীনে বোরহানউদ্দিন উপজেলা সহ সারাদেশের গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ২২ হাজার ১০১টি ঘর হস্তান্তর করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘর উদ্বোধনের পরেই বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) নাজমুল হাসানের সভাপতিত্বে
বোরহানউদ্দিন উপজেলা অডিটোরিয়ামে পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর ১৫টি ও টবগী ইউনিয়নে ৩৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল,গৃহসনদ ও নামজারী খতিয়ান হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঘর পেয়ে স্বপ্নের ঠিকানায় উঠেছেন তারা এমনটিই বক্তব্য উপকারভোগীদের।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান সভাপতির বক্তব্য বলেন,এদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান। দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্থাপিত হয়েছে মেট্রোরেল।
এতসব কিছুর পাশাপাশি দেশের ভাগ্যহত মানুষকে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার যে নজিরবিহীন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার,তা অতুলনীয়,অবিস্মরণীয়।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহারের কথা ভুলবে না গৃহহীন ও ভূমিহীন পরিবার গুলো যা ইতিহাসের পাতায় প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে।
তিনি জানান,বোরহানউদ্দিনে ঘরের নির্মাণকাজ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের যাচাই বাছাই করে তালিকা তৈরি করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া তার বক্তব্য বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই এদেশের অসহায় হতদরিদ্র মানুষ গুলো সুখে-শান্তিতে বসবাস করে আসছে,তিনি অসহায় মানুষের জন্য খাদ্য,বস্ত্র এমনকী বাসস্থান ও করে দিচ্ছেন যা ইতিহাসে নজিরবিহীন।তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার যা বাস্তবায়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন কর্মকতা কর্মকতা মোঃ শহিদুল্যাহ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা (ভারপ্রাপ্ত) হিরামন বৈদ্য,উপজেলা হিসাবরক্ষন কর্মকতা মোঃ সালেম,বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন,
টগবী ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ।