সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশ:
ভোলার বোরহানউদ্দিনে ছাগল তাড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রহিমা বেগম(৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
২৬ আগষ্ট শনিবার সন্ধায় বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কেরামতগঞ্জ বাজার সংলগ্ন রাড়ি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,রহিমা বেগম অন্যর বাসায় কাজ করে এবং ছাগল পালন করে সংসার চালাত,২৬ আগষ্ট শনিবার সন্ধায় ছাগল গোয়ালে দেবে বলে তাড়াতে গিয়ে পা পিছলে বৈদ্যুতিক মিটারের ওপর গিয়ে পড়ে,বৈদ্যুতিক মিটার ত্রুটি থাকায় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হলে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ব্যতীতই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।