মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুন্সি বাড়ির দরজায় দেউলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ আমানুল্লাহ মুূদির দোকানে আগুন দিয়ে দুষ্কৃতীকারীরা।
শুক্রবার (২২ ফেব্রুয়ারী ২০২৫) রাত ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
দেউলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমানুল্লাহ শনিবার ২৩ ফেব্রুয়ারি সকালে সাংবাদিকদের অভিযোগ করে বলেন,আমি ১৯৯৬ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম আওয়ামীলীগ সরকারের আমলে অনেক নির্যাতনের স্বীকার হয়েছি তৎকালীন সময়ে আমার ২ টি গরু চুরি করে নিয়ে যান দুষ্কৃতীকারীরা,আমি তৎকালীন বিচার চেয়ে ও পাইনি কিন্ত গতকাল রাত আনুমানিক ১১ টার সময় আমার দোকানে দুষ্কৃতীকারীরা আগুন দেয় লোকজন দোকানে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজনদের ডাকতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন দোকানে ছড়িয়ে পরে।আগুনে পুড়ে ভস্মীভূত হয়। পরে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসে সংবাদ দিলে কর্মীরা ঘটনাস্থলে পৌছাতেই সব কিছু পুড়ে ছাই।
পুড়ে যাওয়া মুদি দোকান মালিক আমানুল্লাহ জানান,তার দোকানে ভ্যারাইটিজ পন্য সামগ্রি বিক্রি করা হতো। প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ছিলো, এখন সে সব কিছু হারিয়ে পথে বসতে শুরু করেছে। অগ্নিকাণ্ডে পুরে সব কিছু শেষ হয়ে গেছে। যারা এই অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,অভিযোগ পেলে ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।