মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে অসহায়-দুস্থ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
১৩ ই মার্চ বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে আর্থিক সহায়তা হিসেবে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান।
প্রধান অথিতির বক্তব্য তিনি বলেন, উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ২০ টি পরিবারের ২০ জন সদস্যর মাঝে যারা প্রকৃত ভাবে অসহায়-দুস্থ ও ক্ষতিগ্রস্ত তাদেরকেই যাচাই-বাছাই করে প্রতিজনকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ এলাহী মোহাম্মদ আল-আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।