মোঃ শাফায়াত হোসেন।।
জাতীয় পর্যায়ের যুব ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জাগ্রত তারুণ্য এর মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
আজ রবিবার (১৬ জুন) সকালে জাতীয় পর্যায়ের সংগঠন জাগ্রত তারুণ্য, ভোলা জেলার সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এবং সাধারণ সম্পাদক মোঃ কাজী এহসানুল হক জিহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাগ্রত তারুণ্য, ভোলা জেলা ইউনিটের অন্তর্গত মনপুরা উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।
জাগ্রত তারুণ্য, মনপুরা উপজেলা শাখার নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মোঃ ফজলে রাব্বী, সহ-সভাপতি জিহাদ মুন্সী, নুসরাত জাহান সুমাইয়া, সাধারণ সম্পাদক মোঃ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুন সায়মা, মোঃ জুনায়েদ সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক তামজিদ সামি, মোঃ বায়োজিদ, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উপ-দপ্তর সম্পাদক মোঃ খলিল আহমেদ।
আগামী ১ বছরের জন্য জাগ্রত তারুণ্য, মনপুরা উপজেলা শাখার কমিটি অনুমোদন দিয়েছেন জাগ্রত তারুণ্য, ভোলা জেলার সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এবং সাধারণ সম্পাদক মোঃ কাজী এহসানুল হক জিহাদ।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য প্রযুক্তিবিদ শাহবাজ মিয়া শোভন জাগ্রত তারুণ্য সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি এবং মোঃ শাহারিয়ার সাহিদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জাগ্রত তারুণ্য সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন আন্তজার্তিক ও জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড অর্জন করে সুনামের সাথে সমগ্র বাংলাদেশে কাজ করে যাচ্ছে।