সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর পক্ষ থেকে শুকনো খাবার হিসেবে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম।
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খুঁজে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে এ খাদ্য সামগ্রি বিতরণ করেন তিনি।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশত পরিবারের মাঝে যাচাই-বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের খুঁজে বাড়ি বাড়ি গিয়ে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন,অসহায় পরিবারগুলোকে ভোলা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে নগদ সহায়তা হিসেবে অর্থ প্রদান করা হয়েছে,প্রতিটি দুর্যোগে বাংলাদেশ পুলিশ অসহায়-দুস্থ পাশে থাকে কাজ করেছে,ভবিষ্যতে ও থাকবে বলে মন্তব্য করেন তিনি।