• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৯ কোটি টাকা মূল্যের ইয়াবা ধ্বংস করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন তজুমুদ্দিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম বোরহানউদ্দিনে যুবদলের কমিটিতে পদ ভাগিয়ে নেয় যুবলীগ নেতা  ভোলায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের হামলায় সালাউদ্দিন গুরুতর আহত ফের ভোলা জেলার ১০ টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সিরাজুল ইসলাম ভোলায় আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করলেন আন্দালিব পার্থ ভোলায় সাবেক মন্ত্রী ও মেয়র পিতা নাজিউর রহমান মঞ্জু’র ১৭ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া চাইলেন পার্থ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক ভালো কিছু নিয়ে আসবে: ভোলায় ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ভোলায় জাতীয়বাদী জিয়া সৈনিক দলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত  ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও মাদকসহ ৫ সন্ত্রাসী আটক

গাঢ় সবুজের মহিমায় পরিপূর্ণ দ্বীপজেলা ভোলা মানুষের মনও সবুজ-সরল 

NEWS ROOM / ৩২ বার ভিউ
আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

আজাদ জাহান, নবাগত জেলা প্রশাসক, ভোলা।

দ্বী পজেলা ভোলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আজাদ জাহান। জেলা জিনাইদহ জেলার হরিণাকুঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ শাহজাহান আলী একজন শিক্ষর ছলেন। চার ভাই বোনের মধ্যে তিনি সকলের বড় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদালয় থেকে ইংরেজি সাহিত্যে তিনি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন ২৫ তম বিসিএস উত্তীর্ণ হয়ে তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে এসিল্যান্ড, ইউএনও, এডিসিসহ ভিন্ড লেভেলের বিভিন্ন দায়িত্ব পালন করে সমশেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উৎসচিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫ আগস্ট ২০২৪ এর পটপরিবর্তনের পর ১২ সেপ্টেম্বর তিনি দ্বীপজেলা ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ১৯৭৫ সালে

প্রশাসক হিসেবে যোগদান করেছেন। অতিসম্প্রতি তিনি তাঁর কার্যালয়ে মতবিনিময় করেছেন একদাত তারুণ্যদীপ্ত মাস্যমকর্মীর সাথে মতবিনিময়কালে তিনি সময় পর্বাপরের অতিথি প্রতিবেদক রিপন শান এর সাথে তাঁর ভোলায় যোগদান ও নামারিং পরিকল্পনা নিয়ে বালায়ন ঘোলামেলা কথা। অত্যন্ত ভদ্র মার্গির সুরুচিবান এই প্রশাসকের সাথে অসাম্প্যরিতার নির্যাসে সময় পূর্বাপরের পাঠদানের জন্য তুলে ধরা হলো-

সময় পূর্বাপর উপজেলা ভোলার জেলা শোসক রিসেবে যোগদান করে এ কদিনে

আজাদ জাহান। এক কথায় আমি অতিস্থত বান সুপতি ইলিশ এবং মহিষের কারি সমৃদ্ধ দেশের বৃহত্তর দ্বীপদেশ ভোলায় এসে আমি মারুণাভাবে আনন্দিত উর্দ্ধেলিত এন্য অভিভূত এ কদ্দিনে ভোলার মাটি মানুষ ও প্রকৃতির সঙ্গে আমার একটি আত্মার সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে মামার যেটি আমায়

গাঢ় সবুজের মহিমায় পরিপূর্ণ এ দ্বীপভূমির মানুষের মনগুলো সবুজ এবং সহজ সর আমি আমানরা নতুন কর্মস্থল তোলাকে ভালোবেসে ফেলেছি

সময় পূর্বাপর: ভোলার সামগ্রিক সমস্যা

সমূহের সমাধানে আপনার চিন্তাভাবনা কি?

আজাদ জাহান। ইতোমধ্যেই সতিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমার কথা হয়েছে। ভোলার সমস্যান্ডালা অনেকটাই আমি জানতে পেয়েছি। এখানতায় সাময়িক অথনৈতিক উন্নয়ন, বিদ্যুৎ, প্রকৃতি প্রদত গ্যান নিয়ে অনেক সমস্যা হয়েছে। শিক্ষার মানঘর ক্ষেত্রে ভোলা অনেক পিছিয়ে রয়েয়ে একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়া সত্ত্বেও এখানে জেন পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। এটি ভোলার একটি বিশেষ সমস্যা। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে ভোলার অনেককেই সন্তানদেরকে ডাকায় রেখে পড়াশোনা করাতে হচ্ছে। এজন্য ভোলায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অপরিহার্য। এছাড়া স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যা রয়েছে। আমি এই সব কিছুর উপরে কাজ করছি। এসব সমস্যা সমূহ সমাধানের জন্য আমার অবস্থান থেকে যেভাবে প্রচেষ্টা চালানোর দরকার আমি সব ব্যবস্থাই নের ইনশাআল্লাহ। আমি জানি সব কিছুর সমাধান

আমার হাতে নেই। কিন্তু সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগসমূহে প্রচেষ্ট। চালানোর কাজটি আমি নিরলসভাবে করে যাব। সময় পূর্বীপর। ভোলার গণমাধ্যমকর্মীরা আপনার কাছ থেকে কী ধরনের সহযোগিতা পাবে?

আজাদ জাহান: গণমাধ্যম জীবনের আয়না আর গণমাধ্যমকর্মী জাতির বিবেক। একটি দেশকে একটি দেশের মানুষকে এগিয়ে নিতে হলে যে কোনো প্রশাসনকে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা নিতে হয়। জেলার সমস্যা সম্ভাবনা এগুলো

গনমাধ্যমকর্মীরাই তুলে ধরতেন।

করে থাকেন। আমি যতটুকু জানতে পেয়েছি ভোলাতে গণমাধ্যমকর্মীরা ব্যাপক সক্রিয় যেহেতু এটা একটা ইপাজল। এখনকার মানুষের জীবন বৈরী প্রকৃতির সাথে সংগ্রাম করতে করতে অভান্ত। অজেই এখানে সংবাদেরও রয়েছে বিপুল ভান্ডার। প্রকৃতি ও বিপুল সম্ভাবনার তোলা প্রেসার সাংবাদিকতা পেশার একটা অনুবার যাচ্ছি থাকবে এটা ধরেই নেয়া যায়। ব্যক্তিগতভাবে আমি লেখক গয়েহক সাতোসিকদে ভালোবাসি। মেলার যে কোনো গ্রামের যে কোনো বাংছাদিকদের জন্য আমার মুঠোফোন সরমময় খোলা থাকবে দিচ্ছি। যে কোনো বিষয়ে সাংবাদিকদে আমার শরণাপন্ন হলে আমি পাশে থাকতো। সময় পূর্বাপরও ভোলাবাসীর প্রতি আপনার কোনো বক্তব্য আছে?

আজাদ আহান। আমি ভোলা ভোলাক জনগণকে ভালোবাসি। এখানকার সামগ্রিক উন্নয়ন কাজ আমি মোল্যা পরিয়ে দায়িত্বশীল নাগরিকদের সহযোগিতা চাচ্ছি। ভোলার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা যেনে উদ্যোগ নেন, যেসব প্রকল্প বাস্তবায়নের চেষ্টা সর্বাত্মক সহযোগীতা করবে। ও সহয়োগিতা নিয়ে আমদ্য ইনসামায় পামনের দিকে এগিয়ে যাবো। ে সাংবাদিক, শিক্ষক, আইনত সমাজদহ গরুদের প্রতি আমার অসোজা রইল। আর আহ্বান একালা জেলার সকল কল্যাণ কাজে যেন সকলের হাতগুলো

একসঙ্গে এগিয়ে আসে। সময় পূর্বাপর । আপনতে আর সময় পোজ সময় পূর্বীপরকে অথয় দেয়ার জন্য আপনাকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি