দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ১০পিচ ইয়াবা ও ২কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে যানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫জুলাই মঙ্গলবার রাত সারে এগারোটারা দিকে দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদারের নেতৃত্বে, এস আই মনির হোসেন ও এস আই আবিরসহ সঙ্গীয় ফোর্স উপজেলার রনগোপালদী ইউনিয়নের পুর্ব আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারী দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের পুর্ব আলীপুর গ্রামের মৃত গনি মিয়া হাওলাদারের পুত্র মোহাম্মদ রাসেল (৩৭) ও একই গ্রামের আব্দুল মালেক সরদারের পুত্র রবিউল (১৯)। গ্রেপ্তারকৃতদে নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।