নিজস্ব প্রতিবেদক, ভোলা প্রকাশ।।
ইনহান্স ডেভেলপমেন্ট হেলপিং অর্গানাইজেশন এর উদ্যোগে শীতবর্ষ বিতরণ গরিব দুঃখী ও শীতার্ত মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন ইনহান্স ডেভেলপমেন্ট হেলপিং অর্গানাইজেশন,
তারই ধারাবাহিকতায়, অদ্য ২জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে ভোলা সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামে মোহাম্মদিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা শীতবস্ত নিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। হঠাৎ এ শীতবস্ত উপর পেয়ে উচ্চসিত হয়ে যান কমলমতি শিক্ষার্থীরা।
ইনহ্যান্স ডেভেলপমেন্ট হেলপিং অর্গানাইজেশন এর সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে সাজ্জাদ হোসেন মুন্না বলেন, দেশে এখন তীব্র শীতে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই, মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক একান্ত দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজেরই অংশ। তাই সমাজের সহ সবার উচিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এরূপ সমাজকল্যাণমূলক উদ্যেগ ভবিষ্যত অব্যাহত থাকবে।
আয়োজনে উপস্থিত ছিলেন, ইনহান্স ডেভেলপমেন্ট হেলপিং অর্গানাইজেশনের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন মুন্না, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন,
কার্যনির্বাহী সদস্য মোঃ আল ইমরান, মোঃ আজাদ, ফারজানা রুম্পা, সদস্য মোঃশরিফ হোসেন সুমাইয়া আক্তার, কামরুন নাহার লাকি,অর্থ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।