মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ
ভোলার বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা ও মাসিক সভার উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ভোলা ২ আসনের আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুল।
প্রধান অতিথির বক্তব্য এমপি মুকুল বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকতা ডাঃ নিরুপম সরকার সোহাগ,উপজেলা শিক্ষা কর্মকতা (ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন,দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ,বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার সহ বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ,পৌরসভা ও ইউনিয়ন পরষদের জনপ্রতিনিধিবৃন্দ।