সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা
ভোলার বোরহানউদ্দিনের বড়মানিকা ইউনিয়ন এলাকার বাংলাবাজার টু তালতলা সড়কে অটোরিকশার চাপায় পড়ে হাছিব(৫) নামে একটি শিশু নিহত হয়েছে।
মোঃ হাছিব বড় মানিকা ইউনিয়নের দক্ষিণ বাটামারা এলাকার মোঃ শহীদের ছেলে বলে জানা গেছে।
সোমবার ৪ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,সোমবার ৪ সেপ্টেম্বর দুপুরে হাছিব সহ ৩ জন শিশু রাস্তায় খেলছিল এমন সময় হাছিব দৌড় দিতে গিয়ে অটোরিকশার নিচে পড়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খেলার সময় দৌড় দিতে গিয়ে অটো রিকশার চাপায় ৫ বছরের একটি শিশু নিহত হয়েছে,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।