শিরোনাম
ভোলার ধনিয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা  আলহাজ্ব হাফিজ ইব্রাহিম গোল্ডকাপ নাইট শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত ভোলার চরসামাইয়ায় কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত বোরহানউদ্দিন প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বোরহানউদ্দিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ইনহ্যান্স ডেভেলপমেন্ট হেলপিং অর্গানাইজেশন এর উদ্যোগে শীতবস্ত বিতরণ  তজুমদ্দিনের যুব তারুণ্য ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ,অভিযুক্তদের বিচার চেয়ে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

বোরহানউদ্দিনে ৩০ টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে দুম্বার মাংস বিতরণ

NEWS ROOM / ১০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন আয়োজনে সৌদি আরব সরকারের উপহারের ২৫ কার্টুন (৫০০ কেজি) দুম্বার মাংস এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে।
এ সময় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এতদিন যত দুম্বার মাংস আসতো সব যেত জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাদের পেটে।

তবে এবারই উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা মাংস পেয়েছি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত সহযোগিতা বোরহানউদ্দিন উপজেলা ও পৌরসভার ৩০ টি মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে দুম্বার মাংস নিজ হাতে এতিম শিশুদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান আজকের পত্রিকা কে বলেন,সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুস্থ, অভাবগ্রস্থ ও এতিমদের।

সেই লক্ষ্যে ২৫ কার্টুন দুম্বার মাংস উপজেলার ৩০টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় প্রতিটি কার্টনে ১০ টি দুম্বার মাংস প্যাকেট ছিল
যা শিক্ষার্থীদের মাঝে আনুপাতিক হারে বিতরণ করা হবে।
বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা দুম্বার মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত কয়েক বছরে কোনো মাদরাসা বা এতিমখানায় দুম্বার মাংস বিতরণ করা হয়নি। এমনকি কখন আসতো, কারা সেই মাংস নিতো সেগুলো আমাদের জানার সুযোগ ছিল না। কারণ, এবার সেই মাংসের যারা আসল হকদার তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন। এগুলো আমাদের এতিম শিশুরা সবাই মিলে খাবে। এজন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার একাধিক সুপার জানান, এতদিন যত দুম্বার মাংস আসতো সব যেতো জনপ্রতিনিধি ও নেতাদের পেটে। যদিও সৌদি সরকার এতিম ও দুঃস্থদের জন্য পাঠাতো। এবার সেই মাংসের যারা আসল হকদার, তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন। সেজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা (ভারপ্রাপ্ত ) ডাঃ কে.এম.আসাদুজ্জামান,দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি