নিজস্ব প্রতিবেদক, ভোলা প্রকাশ।।
পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্য নিয়ে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ সহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে সর্বসাধারণের মতামত, সমস্যা ও জনগনের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে চরফ্যাশন থানার আয়োজনে থানা প্রাঙ্গণে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (০৩ ফেব্রুয়ারি ২০২৫) ১২ঃ৩০ ঘটিকায় চরফ্যাশন থানার আয়োজনে ওপেন হাউস ডে সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান হাওলাদার।
ওপেন হাউজ ডে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন। বক্তব্যের শুরুতে পুলিশ সুপার মহোদয় অত্র থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সহযোগিতা কামনা করেন। এছাড়াও মাদক নির্মূলে জনসাধারণকে পরামর্শ এবং এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করেন। তিনি বলেন, ” আপনারা শুধু মাদকের সাথে জড়িতদের তথ্য দিবেন। যত বড় শক্তিই হোক আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। মাদকের সঙ্গে কোন আপোষ নেই ” পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে আরও বলেন যে, “জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।” এছাড়াও তিনি নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মেহেদি হাসান, সহকারি পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানা, স্থানীয় সকল শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনসাধারণ, চরফ্যাশন থানার অফিসার ও ফোর্স এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।