ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশ ।।
ভোলায় ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে দলিত জনগোষ্ঠীর মানুষ। সোমবার(০৫ ডিসেম্বর) সকালে ভোলা প্রেস ক্লাবে চত্বরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ভোলা জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বিডিইআরএম ভোলা জেলা শাখার সভাপতি চন্দ্র মোহন ছিডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, সাংগঠনিক সম্পাদক জীবন চন্দ্র দে, বিডিইআরএম সদর উপজেলা শাখার সভাপতি রনজিত বেপারী, সাধারণ সম্পাদক দিলীপ মাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তাদের ৮ দফা দাবি তুলে ধরে বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়ন করতে হবে। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র ব্যবস্থা করতে হবে। বরাদ্দ বাড়াতে হবে। সব মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে।
পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাঁদের সুরক্ষার সব উপকরণ সরবরাহ করতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তির কোটা প্রবর্তন করতে হবে। সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। দলিত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধ করতে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং এই জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের বিশেষ উপবৃত্তির পরিমাণ বাড়াতে হবে।
মানববন্ধন শেষে ভোলা জেলা প্রশাসকের কাছে ৮ দফা দাবি তুলে স্মারকলিপি প্রধান করেন।