স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ
ভোলায় জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক পেয়েছেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। এছাড়াও আরো ১৭টি ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,উপজেলা চেয়ারম্যান ও প্রতিষ্ঠান সেরার তালিকাভুক্ত হয়েছে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম ২০২২ সালের ২৭ জানুয়ারি ভোলা সদরে দায়িত্বে আসেন। এসেই প্রাথমিক স্কুলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। স্কুলে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা , পাঠ দানের মনিটরিং, শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করা , ম্যানেজমেন্ট বিষয় দেখভাল করার উপর গুরুত্বারোপ করেন।
তিনি প্রধান শিক্ষক হিসেবে কালেক্টরেট স্কুলের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি নজরুল্লাহ সরকারি প্রাথমিক স্কুলের সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন।
সেরা উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও আরো ১৭ ক্যাটাগরিতে যারা সেরা হয়েছেন এরা হচ্ছেন, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা রহমান চৌধুরী, ভোলা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, শ্রেষ্ঠ স্কুল বোরহানউদ্দিন উপজেলার উত্তর টবগী সরকারি প্রাথমিক স্কুল, শ্রেষ্ঠ ব্যবস্থাপনা কমিটির সভাপতি চরফ্যাশন নর্থ মাদ্রাজ কো-এন্ড সরকারি প্রাথমিক স্কুলের আহাম্মদ উল্যাহ, শ্রেষ্ঠা প্রধান শিক্ষক হয়েছেন, লালমোহন রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফছার উদ্দিন আহমেদ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হলেন, ভোলা সদরের পারাণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের পাপিয়া হক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন পশ্চিম ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দ্র শেখর ব্রক্ষ্মচারী ও শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা হলেন, দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিবি ফাহিমা। শ্রেষ্ঠ পিটিআই ইন্সপেক্টর হয়েছেন পিটিআই’র ইন্সপেক্টর মোঃ জিয়াউর রহমান ।