• রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার শুরু ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ প্রভাতী যুব সংঘ কতৃর্ক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন। ভোলায় আবারো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুটিতে যাত্রীবাহী বাসের ধাক্কা বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বোরহানউদ্দিন পৌরসভার কমিটি গঠন সভাপতি বিল্টু, সম্পাদক দীপক  ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ৩৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ভোলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বিজেপি চেয়ারম্যান পার্থ’ স্বাক্ষরিত ভোলা জেলা ‘যুব সংহতির কমিটি ঘোষণা ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার।।থানায় সংবাদ সম্মেলন

NEWS ROOM / ২০ বার ভিউ
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে মাদক কারবারিদের হামলায় আহত পুলিশের করা মামলার প্রধান আসামী আকবরকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেন বোরহানউদ্দিন থানা পুলিশের এস আই শাহাবুল সহ পুলিশের টিম। এখন পর্যন্ত এই মামলায়  ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল ১১ মার্চ দিবাগত রাতে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আকবরকে (৪২) গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গত বুধবার (৫ মার্চ) আহত পুলিশ সদস্য স্থানীয় থানায় এ মামলা দায়ের করেন। এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার কাচিয়া ইউনিয়নের কালীরহাট বাজার সংলগ্ন এলাকায় আবাসন প্রকল্পের পাশে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আক্তার ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান যৌথ সংবাদ সম্মেলন করে বলেন, গত ৪ মার্চ মঙ্গলবার রাতে গোপন সংবাদে এসআই জাফর, এএসআই কামরুল ইসলামসহ তিন পুলিশ সদস্যের একটি দল ওই স্থানে অভিযানে যান। পুলিশ মাদকসহ আকবারকে আটক করলে তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে এএসআই কামরুলকে গুরুতর জখম করে। এরপর আকবারসহ ওই মাদকচক্রটি পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়।
এদিকে সেদিন রাত থেকেই একাধিক টিম অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করছেন বলে জানান জেলা পুলিশ। স্থানীয়রা জানান, আকবর আলী একজন পেশাদার মাদক কারবারি। পুলিশ মাদকসহ তাকে আটক করলে পুলিশকে পিটিয়ে জখম করে হাতকড়া নিয়ে পালিয়ে যায় পুরো মাদকচক্র।
ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুর আক্তার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোট আসামী এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান এখনও চলমান, বাকি আসামীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি