সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশ:
ভোলায় ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষ্যে ৫ আগষ্ট শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া শেষে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন,শহীদ ক্যাপ্টেন শেখ কামাল বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যর অংশ,শেখ কামাল এদেশের মানুষের জন্য বঙ্গবন্ধুর মতো নিজের প্রাণ উৎসর্গ করেছেন,জাতি তাদের এই শ্রেষ্ঠ সন্তানকে কখনো ভুলবে না,এসময় তিনি শেখ কামালের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিবিজড়িত বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম।
বিশেষ অতিথির বক্তব্য ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান বলেন,বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও গৌরবের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল প্রত্যক্ষ ভাবে জড়িত,তিনি জিবন বাজি রেখে এদেশের মানুষের জন্য কাজ করে গেছেন,এসময় তিনি ১৫ আগষ্টে বঙ্গবন্ধু কে সহ পরিবারের হত্যার ঘটনার স্মৃতিবিজড়িত দৃশ্য উপস্থাপন করে আবেগঘন কন্ঠে বক্তব্য প্রদান করেন এবং ১৫ ই আগষ্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন,জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোল্লা এমদাদুল্যাহ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী কমকতা মোঃ তৌহিদুল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ,ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস,শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর জেলার বিভিন্ন যুব সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।