সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ২ টি মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি আকবরকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন রবিবার সকালে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন জুয়েল সহ একটি টিম বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মনিরম বাজার এলাকা থেকে আকবর কে গ্রেফতার করে।আকবর বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া ১৮ জুন রবিবার বিকালে আজকের পত্রিকাকে বলেন,মাদক মামলায় সাজাপ্রাপ্ত ১ বছরের পলাতক আসামী আকবরকে ১৮ জুন রবিবার সকালে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন,২০২২ সালে ২টি মাদক মামলায় আদালতের বিজ্ঞ বিচারক মাদক মামলার আসামী আকবরকে ১ টি মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন,অপরটিতে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।