কষ্টের পুনরাবৃত্তি
মোঃ মহিউদ্দিন
—————
রক্তাক্ত হৃদয়ে ঝর্ণা প্রবাহিত
ঝর্ণা কলম ভরে টইটম্বুর!
অব্যক্ত পুঞ্জিভূত কথাগুলো
ছন্দের রূপ নেয়,
কাগজ-কলমের খেলা চলে!
মাঝেমধ্যে সংসারের সংঘর্ষ বাধে ক্ষতবিক্ষত হৃদয় কেঁদে উঠে,
অশ্রুসিক্ত নয়ন যোগ দেয়
বিমুর্ষ জীবনে ভীষণ বিষন্নতা!
দুটি ভাইটাল অর্গানের ছন্দপতন
কিছুকাল অন্য জগতে বিচরণ।
সকল কষ্টের ঊর্ধ্বে চলে যাওয়া
চরম নীরবতা ঘুমন্ত জীবন,
কিছুটা সময় হলেও পরম শান্তি
স্বস্তির নিঃশ্বাস।
সুদীর্ঘ সময়ের কালক্ষেপণ
কোন অপারেশন থিয়েটারের
চেতনাহীন রোগীর মতো,
এক সময় চেতনা ফিরে পায়
আবার কষ্টের দুনিয়ায় ফিরে এসে
চলে কষ্টের জীবনচক্রের পুনরাবৃত্তি।