মুজিব মানেই স্বাধীনতা
ডা. মোঃ মহিউদ্দিন
————-
মুজিব মানেই স্বাধীনতা
মুজিব মানেই স্বাধীন দেশ,
মুজিব মানেই সবুজ শ্যামল
ফুল ফলে শোভিত
আমার বাংলা দেশ।
মুজিব মানেই উজ্জ্বল শিখা,
মুজিব মানেই হিরক খচিত
বাংলার মানচিত্রের রেখা।
মুজিব মানেই স্বপ্নে দেখা
একটি দেশ,
সুজলা সুফলা এই আমার
সোনার বাংলা দেশ।