কৈশোর স্মৃতি
ডা. মোঃ মহিউদ্দিন
—————————
কৈশোরে শেখ মুজিব ছিলেন
খুবই সাহসী এবং দুরন্ত,
তখনকার রাজনীতির
মাঠও ছিল উত্তপ্ত।
তখন হিন্দু – মুসলিমএর
সম্পর্কটাও ছিল মন্দ,
প্রায় পাড়া মহল্লায়
হিন্দু- মুসলিমদের হত দ্বন্দ্ব।
একবার মালেক নামের
এক বন্ধুকে পুলিশ
ধরে নিয়ে যায় থানায়,
শেখ মুজিবের নামে মিথ্যা মামলা
জেল পর্যন্ত গড়ায়।
তিনি আটক হন
মারামারির ঘটনায়।
তিনি লিখেছেন
সাত দিন জেলে ছিলাম,
সাত দিন পর প্রথম
জামিন পেলাম।
এটাই আমার জীবনের
প্রথম জেল ছিল,
জেল নিয়ে
“কারাগারের রোজনামচা “গ্রন্থে
বিশদ অভিজ্ঞতা আছে
মজার মজার গল্প।