স্মৃতিতে ভেসে ওঠা মৃত্যু
ডাঃ মোঃ মহিউদ্দিন
————————-
বিষাদের মেঘ যেন
পুরো আকাশ ছেয়ে গেছে!
যুদ্ধাহত সৈনিকের মতো
রণক্ষেত্রে !
একাকী কেঁদে উঠি
নীরদ কালোছায়া
উড়ে চলে ঐ
নীলাকাশে ঐখানে খুঁজি
চিরচেনা চাঁদকে।
আচ্ছাদিত মেঘের মাঝে
না নেই সেথায় ।
বরফের হিমশীতলতা
অনুভব করি।
রক্তমাখা উত্তপ্ত হৃদয়ে
গভীর সহমর্মিতা।
আবেগে পাথর হই
নির্বাক চেয়ে রই
নির্জীব মূর্তির মত।
ভাষা নেই শব্দ নেই
অবাক পৃথিবীর
অমোঘ নিয়ম দেখে।
সৃষ্টিরা সৃষ্টি করে
রেখে যায় প্রজন্ম
থেকে প্রজন্মে।
কল্যাণকর কত কিছু
সেই স্মৃতি ভেসে উঠে
আবেগে শুধু কাঁদায়।