ভোলা প্রতিনিধি, ভোলা প্রকাশ।।
ভোলায় ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২’এর সকল ভাষা শহীদ এবং ২৪এর গণঅভ্যুত্থানে সকল শহীদের স্মৃতি প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ম্রদ্ধা জানান পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। অদ্য ২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৮ ঘটিকার সময় এ শ্রদ্ধা জানানো হয়।
পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি এবং দায়িত্বশীল সদস্যবৃন্দরা বলেন, ‘এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আসছে। ১৯৫২ সালের (৮ই ফাল্গুন , ১৩৫৮, বৃহস্পতিবার) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র নেতা শহীদ হন।
যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত’সহ উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন, সভাপতি নেওয়াজ শরীফ, প্রচার সম্পাদক নাঈম, অর্থ বিষয়ক সম্পাদকীকা উম্মে হাফসা কার্যনির্বাহী সদস্য সাকিবুল হাসান মিঝিসহ প্রমূখ।