সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ
— মোঃ মহিউদ্দিন
—————————-
প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে,
সড়ক দুর্ঘটনায় যত্র
অসংখ্য মানুষ মরছে।
দুঃখজনক খবর ইলেকট্রনিক- প্রিন্ট
মিডিয়ায় অহরহ পরিবেশন করছে।
সড়ক দুর্ঘটনার অন্যতম
কারণ গুলি হলো
অনেকে বিক্ষিপ্তভাবে গাড়ি চালান।
গাড়ি চলা অবস্থায়
মোবাইল ফোনে কথা বলেন।
অনেকে আবার হেডফোন
লাগিয়ে রাখেন,
স্মার্টফোনে মনোযোগ দেন।
সেকেন্ডে অমনোযোগের কারনে
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ।
সড়ক থেকে মনোযোগ সরে গেলে
পুনরায় সড়কে মনোযোগ ফিরতে
২৭ সেকেন্ড সময় লাগে,
আর এসময়ের মধ্যেই বেশিরভাগ
সড়ক দুর্ঘটনা হয়ে থাকে।
তাই চালককে হিসাবটি সবসময়
মনে রাখতে হবে,
তাহলে অনাখাঙ্কিত সড়ক দুর্ঘটনা
অনেকাংশে এড়ানো যাবে।
কফি পান- ধূমপান- মাদক কে
এড়িয়ে চলতে হবে।
লাইসেন্সধারী দক্ষ ড্রাইভার হতে হবে।
ত্রুটিমুক্ত ফিটফাট গাড়ি চালাতে হবে।
ট্রাফিক সিগনাল মানতে হবে।
হেলমেট, হাতমোজা পড়তে হবে।
সর্বশেষে বলব পথচারীরাও
চলবেন সাবধানে,
অনেক সময় সড়ক দুর্ঘটনা হয়
পথচারীর বেপরোয়া চলার কারণে।
তখন নির্দোষ ড্রাইভারও
দোষী বনে যান,
তাই বলবো চালক ও পথিক
পথ চলবেন সাবধান!