সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার তজুমদ্দিন ও লালমোহনে বিপুল ভোটে নির্বাচিত নব নির্বাচিত সংসদ সদস্যর সাথে স্থানীয় আওয়ামী
লীগের নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারী সকালে থেকে বিকাল পর্যন্ত ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় নব-নির্বাচিত সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ,তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল,চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন,সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিশু হাওলাদার,শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল সহ
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।