ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও আরটিভির ভোলা জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু গত ১০ দিন ধরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান তাঁর অসুস্থ থাকার বিষয়টি ভোলা প্রকাশকে নিশ্চিত করেন।
গত ১৬ জানুয়ারি সিনিয়র ডাঃ সুজাতা গুহের নেতৃত্বে অপুর চোখের একটি জটিল অপারেশন হয়। পরদিন ১৭ জানুয়ারি বাংলাদেশে বার্ধক্যজনিত কারনে তাঁর মমতাময়ী মা মারা যান। এমন শোকাবহ পরিস্থিতিতে চোখের প্রেসার বেড়ে যায় কয়েক গুণ। যা চিকিৎসকদের নিয়ন্ত্রণহীন হয়ে পরে। প্রচণ্ড যন্ত্রণা ও প্রেসার কমাতে ডাঃ অদিতি সান্যাল ও ডাক্তার জয়শ্রী এর নেতৃত্বে গঠিত চিকিৎসা বোর্ড নিবিড় পর্যবেক্ষণ এর মাধ্যমে তাঁর চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন। আজ মঙ্গলবার চোখের প্রেসার নিয়ন্ত্রণে আসে। ২৫ জানুয়ারি চিকিৎসা বোর্ড পুনরায় পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।
এদিকে অমিতাভ রায় অপুর পরিবার জানায়, তিনি সুস্থ হয়ে দেশে ফিরে মায়ের শ্রাদ্ধাদি অনুষ্ঠানে অংশ নিবেন। অমিতাভ রায় অপুর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও আর্শীবাদ চেয়েছেন তাঁর পরিবার ও গণমাধ্যমের সহকর্মীরা। ভোলা প্রকাশের সম্পাদক ও প্রকাশক বিজয় বাইনও দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।