মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৫ এর ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোম ও মঙ্গলবার ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগনের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৫ এর কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষণ ও মনিটরিং করেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
এসময় উপস্থিত ছিলেন উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষা কমিটির সম্মানিত সদস্য এস এম. বায়জীদ ইবনে আকবর, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,ঝালকাঠি,তারেক আমান বান্না, সহকারী পুলিশ সুপার, মুলাদি সার্কেল, বরিশাল, আরআই, পুলিশ লাইন্স, ভোলাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীবৃন্দ।