ইকবাল হোসেন বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন- একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’ রাষ্ট্র প্রতিষ্ঠা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস- স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাঁথা গণবীরত্বের ইতিহাস। স্বাধীন বাংলাদেশের অভিযাত্রায় এক মহাসন্ধিক্ষণ অতিক্রম করছে আমাদের প্রিয় মাতৃভূমি। বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করেছে।
পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ বেয়ে উপমহাদেশের জনগণ পেয়েছিল পাকিস্তান ও ভারত নামক দুটি রাষ্ট্র। এরপর শুরু হয় পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক বাঙালিদের নতুন করে শোষণ ও পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখার ষড়যন্ত্র। পাকিস্তানি হানাদারদের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাঙালি জাতি।
১৯৭১-এর ২৫শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হানাদারবাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গণহত্যা শুরু করলে ২৬শে মার্চ প্রথম প্রহরে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সর্বস্তরের জনগণ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের নেতৃত্বে অস্থায়ী সরকারের অধীনে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। বিশ্বমানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের।
ঐতিহাসিক ২৬ই মার্চ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, সকাল থেকে দুপুর নাগাদ, বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশ কুচকাওয়াজ, প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন, ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল , বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভুমি মুন্নী ইসলাম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম মিয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জসিম উদ্দিন হায়দার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দীন খান সহ উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী গন এতে অংশ গ্রহণ করেন। পরে সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল মুক্তিযুদ্ধের ইতিহাস স্বরন করে বোরহানউদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করেন।