স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘ কার্ডিওপালমোনারী রিসাসিটেশন প্রোনাউনসিয়েশন (সিআরপি) শীর্ষক ৬৬ তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের স্কিল ল্যাবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে এনেস্থিসিয়া বিভাগ। প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষাণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সনদপত্র তুলে দেন।
মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশে জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা বেশ দুর্বল। যে কোন রোগী জরুরি বিভাগে আসলে অনেকেই হিতাহিত জ্ঞান হারিফে ফেলছি। এ অবস্থা উত্তরণের জন্য আমরা কাজ করছি। মনে রাখতে প্রশিক্ষণের বিকল্প নাই, গবেষণার বিকল্প নাই।
তিনি বলেন, আমরা প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকব না।প্রশিক্ষণ লব্দজ্ঞান অন্যদের মধ্যেও শেয়ার করতে হবে।যদি অন্যকে এ জ্ঞান শেয়ার না করি একটি সময় তা ভুলে যাবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনেস্থিসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিক।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, উপ রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন প্রমুখসহ এনেস্থিসিয়া বিভাগের শিক্ষক চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।