চুল-ছেঁড়া বিশ্লেষণে রায় দিয়ে প্রসংশায় ভাসছে জনতার চেয়ারম্যান মিঠু চৌধুরী।
ইয়ামিন হোসেন।
গ্রাম আদালতের উপর মানুষের আস্থা ও ভরসা থাকলেও স্বজনপ্রীতিতে অনেক সময় ভরসা রাখতে পারেনা বিচার প্রার্থীরা।
জনপ্রতিনিধিদের নানাবিধ দলীয় প্রভাব, স্বজনপ্রীতিতে বিচার প্রার্থীরা এক প্রকার অতিষ্ঠ হয়ে মুখ ফিরিয়ে নেওয়ার উদাহরণ রয়েছে হাজারো।
গ্রাম আদালতের প্রতি অভিযোগ অভিমানের ভূল ধারণা এবার সমাপ্ত ঘটিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী।
শহীদ বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক রতন চৌধুরীর কনিষ্ঠ পুত্র এবং জনপ্রিয় শ্রমিক নেতা প্রয়াত আমিরুল হক রকেট চৌধুরীর ছোট ভাই রাজাপুর ইউনিয়ন এর জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী চুল-ছেঁড়া বিশ্লেষণে রাজাপুরের আলোচিত জাকির হোসেন ও নাজমীন আক্তারের প্রেম সংক্রান্ত বিষয়ে নানামুখী পক্ষ-বিপক্ষ কে দমন কে চুল-ছেঁড়া বিশ্লেষণ করে দুই পক্ষের তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে অবশেষে শনিবার (২৯ অক্টোবর) রাজাপুর ইউনিয়ন পরিষদের এক তৃতীয়াংশ সদস্য, রাজাপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তি এবং জাকির হোসেন ও নাজমীনের পরিবারের অভিভাবকদের উপস্থিততে অনশনকৃত প্রেমিকা নাজমীনের সাথে প্রেমিক জাকিরের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার রায় দিয়েছেন।
সামাজিক, ধর্মীয় এবং জাকিরের চাকুরীর নিয়ম মেনে বিয়ের বিষয়টি দ্রুত সমাধান করার জন্য ভোলা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক, রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন, ৭নং ওয়ার্ডের মেম্বার শাহাজান বেপারী, ৬নং ওয়ার্ডের মেম্বার ইমাম হোসেন, সাবেক মেম্বার আবদুস সালাম, জহিরুল ইসলাম কে দায়িত্ব দিয়েছেন বিচারক রেজাউল হক মিঠু চৌধুরী।
এদিকে প্রেমিক জাকিরের দাম্ভিকতা গরীব প্রেমিকা নাজমীনের সাথে প্রতারণায় পুরো রাজাপুরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। অবশেষে সমাধান করে প্রসংশায় ভাসছে জনতার চেয়ারম্যান মিঠু চৌধুরী। এদিকে দ্রুত বিয়ের বিষয়টি সমাধান করার দাবী জানিয়েছে ভুক্তভোগী পরিবারসহ সচেতন মহল।
উল্লেখ : দুই বছর প্রেমের পর বিয়ের আশ্বাসে লঞ্চে ভোলায় এনে প্রেমিকার সাথে যোগাযোগ বিছিন্ন করে দিয়েছে জাকির। প্রেমিকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় গত ২১ই অক্টোবর অনশন করেন প্রেমিক জাকিরের বাসায়। দিনভর নাটকীয়তার পর চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী সমাধান করে দিবেন সেই আশ্বাসে অনশন থেকে সরে আসেন নাজমীন।