নিজস্ব প্রতিনিধি।।
ভোলার লালমোহন উপজেলায় ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. সিরাজ (২২), মো. মিরাজ (২৮), হালিম মুন্সী (৫০), মো. আইয়ুব (৪০), মো. মমিন (২২) এবং মিজানুর রহমান (৪৫)। তারা লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ও পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জমাদি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।