• বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ১৬ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ জলবায়ুর ধ্বংসযজ্ঞে বাস্তুচ্যুত ভোলা: হারিয়ে যাওয়া জীবনের খোঁজে ভোলায় ইএসডিও’র আয়োজনে দিনব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে ভোলায় বইপাঠ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান বোরহানউদ্দিনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার শুরু ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ প্রভাতী যুব সংঘ কতৃর্ক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন। ভোলায় আবারো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুটিতে যাত্রীবাহী বাসের ধাক্কা বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বোরহানউদ্দিন পৌরসভার কমিটি গঠন সভাপতি বিল্টু, সম্পাদক দীপক 

ভোলায় ইএসডিও’র আয়োজনে দিনব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত

NEWS ROOM / ৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

আল আমিন, ভোলা প্রকাশ।।

বাজারে প্রচলিত হস্তান্তরযোগ্য দক্ষতার জন্য ইকো সিস্টেম ভিত্তিক বিকল্প শিক্ষা প্রোগ্রাম (ALP) এর মাধ্যমে সবচেয়ে সুবিধাবঞ্চিত কিশোরী এবং যুবতী মহিলাদের ক্ষমতায়ন করা। এবং বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষণার্থীদের জন্য চাকরি মেলার আয়োজন করেছে ইএসডিও ভোলা জেলা।

মঙ্গলবার (২৭ই মে) দিনব্যাপী ভোলা শহরের গ্রান্ড কমিউনিটি সেন্টারে ইএসডিও ভোলা জেলার প্রশিক্ষিত জনশক্তির চাকরির সুযোগ তৈরির জন্য চাকরি মেলার আয়োজন করা হয়েছে। ইএসডিওর টিভিইটি প্রধান শাহারিয়ার মাহমুদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। চাকরি মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের নির্বাহী কমিশনার সোলায়মান হোসাইন।

ইএসডিও সহকারী প্রোগ্রাম ম্যানেজার জিনাত আরা বিশ্বাস এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চিফ ফিল্ড অফিস ইউনিসেফ (বরিশাল)মো. আনোয়ার হোসেন, ইএসডিও সেন্ট্রাল মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন,বিসিক ভোলা সহকারী পরিচালক মো. সোহাগ, সেফগার্ডিং ম্যানেজার আইরিন আক্তার, সহকারী প্রোগ্রাম ম্যানেজার(বরিশাল) মো. মানিক মিয়া, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট  মো. বিপুল তালুকদার, সহকারী মনিটরিং অফিসার মো. রনি হোসেন, জব প্লেসমেন্ট অফিসার ভাস্কর রায়সহ সার্বিক সহযোগিতায় ইএসডিও এএলপি এর সকল উন্নয়ন কর্মী উপস্থিত ছিলেন।

ইএসডিওর TVET প্রধান শাহারিয়ার মাহমুদ প্রকল্পের সার্বিক বিষয়ে আলোচনা করেন। তার আলোচনা প্রকল্পের সার্বিক বিষয় গুলো সংক্ষেপে তিনি বলেন, আমরা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কে প্রতিনিধিত্ব করি। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) জীবিকা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে গ্রামীণ জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যেমন পানি ও স্যানিটেশন, পুষ্টি, মা ও শিশুর স্বাস্থ্য সেবা বৃদ্ধি পর্যবেক্ষণ, টিকাদান, আর্সেনিক প্রশমন এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের চাহিদাকে গুরত্ব দিয়ে ১৯৮৮ সালের সূচনালগ্ন থেকে ESDO এর লক্ষ্য “আমরা সকল বৈষম্যমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ চাই”।

আমরা ইউনিসেফের সাথে অংশীদারিত্বের ভিত্তেতে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া সবচেয়ে প্রান্তিক কিশোরী মেয়ে এবং যুবতী মহিলাদের (১৫-২৪ বছর) চ্যালেঞ্জ এবং সুযোগগুলি চিহ্নিত করে, বাজারের সুযোগ, চাহিদা, পরিষেবা প্রদানকারী বা দক্ষতার সুযোগ অন্বেষণ করে দেশের সাতটি নির্বাচিত জেলা ভোলা, বরিশাল, সাতক্ষীরা, বাগেরহাট, গাজীপুর, শেরপুর ও জামালপুর জেলায় অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম (ALP) এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া, দরিদ্র ও সুবিধা বঞ্চিত কিশোরী ও যুবতী (১৫-২৪ বছর) মেয়েদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছি।

ইএসডিও ভোলা জেলা কতৃক প্রশিক্ষিত জনশক্তির চাকরির সুযোগ তৈরির জন্য চাকরি মেলার আয়োজনে জনশক্তি বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রাহিম মাহি গার্মেন্টস এন্ড ট্রেনিং সেন্টার,সোস্যাল এডভান্সেন্ট অফ ইয়থ এসোসিয়েশন, মেম সাহেব, লাজাফার্মা লিমিটেড, বাংলাবাজার কম্পিউটার পয়েন্ট, আলভি আয়াত প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ,ইউনিটি ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল, মৌমিতা বিউটি জোন এন্ড ট্রেনিং সেন্টার, লাব্বাঈক মটরস,স্বপ্ন পূরণ অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, ইএসডিও থেকে ১৪৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রত্যাশী চাকুরী মেলায় মোট নিবন্ধন করেছেন এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ৭৭ জন বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্ত হন, নিবন্ধিত প্রশিক্ষণার্থীদের মধ্যে ২৩ জন উদ্যোক্তা নিবন্ধন করে ৯ জন ৫,০০০ থেকে ১৫ হাজার টাকা করে লোনের অনুমোদন পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি