ভোলায় ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ভোলা প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের মুন্সীরহাট বাজার এলাকায় স্থানীয় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে ওই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করা হয়।
দুপুর ১টার দিকে কয়েকশো নারী-পুরুষ ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুন্সীরহাট বাজারে এসে শেষ হয়। সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি তার ক্যাডার বাহিনীর দমন-পীড়নের এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই যত দ্রুত সম্ভব এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণের দাবি জানান বক্তারা।
ভোলা।
২৯.৮.২৪