সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ কামাল(৫৬) নামে একজন করে আটক করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম এর তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এএসআই আমিনুল ইসলামের চৌকস নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চকডোষ এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ কামাল কে গ্রেফতার করা হয়।
কামাল ওই ইউনিয়নের মৃত নজির আহম্মদ পাটওয়ারীর ছেলে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশে ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করে শনিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।