• রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার শুরু ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ প্রভাতী যুব সংঘ কতৃর্ক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন। ভোলায় আবারো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুটিতে যাত্রীবাহী বাসের ধাক্কা বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বোরহানউদ্দিন পৌরসভার কমিটি গঠন সভাপতি বিল্টু, সম্পাদক দীপক  ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ৩৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ভোলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বিজেপি চেয়ারম্যান পার্থ’ স্বাক্ষরিত ভোলা জেলা ‘যুব সংহতির কমিটি ঘোষণা ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ শ্রী শ্রী কালীমাতা ও দূর্গা মাতা মন্দিরের পাকা ভবন নির্মাণের শুভ উদ্বোধন,নতুন কমিটি কর্তৃক মন্দিরের পাকা ভবন নির্মাণে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা।

বোরহানউদ্দিনে গংগাপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হাজারো নেতাকর্মীদের ঢল

NEWS ROOM / ৯৫ বার ভিউ
আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রকাশঃ
ভোলার বোরহানউদ্দিনে গংগাপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে হাজারো নেতাকর্মীদের উপচে পড়া ভীড় ও ঢল নেমেছে।
২৮ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায়
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাজউদ্দীন খানের সভাপতিত্বে গংগাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
প্রধান অতিথির বক্তব্য এমপি মুকুল বলেন,গংগাপুর ইউনিয়ন যুবলীগ অত্যন্ত সু সজ্জিত,আপনারা আজকের মাঠ কানায় কানায় পরিপূর্ণ করেছেন।
তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে সকল প্রতিকূলতা ডিঙিয়ে আজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে হবে।
বিএনপির উদ্দেশ্য এমপি মুকুল বলেন,আপনারা যতোই লাফালাফি করেন কাজ হবে না আইন তার নিজ গতিতে চলবে।
বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দীন খান অনুষ্ঠানের উদ্বোধক ও সভাপতির বক্তব্য এপ্রধানমন্ত্রীর উন্নয়ন চিত্র তুলে বলেন, ২০০১ সালের নির্বাচনে কি হয়ছে আপনারা জানেন।
তখনকার নির্যাতনের ঘটনা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এই ঘটনার পুনরাবিত্তি যাতে না ঘটে,তাই সবাই হাতে হাত রেখে কাঁধে কাধ রেখে আলী আজম মুকুল এমপির হাতকে শক্তিশালী করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফরুল্লাহ চৌধুরী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার,টগবী ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জ্বল হাওলাদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি