• বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ১৬ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ জলবায়ুর ধ্বংসযজ্ঞে বাস্তুচ্যুত ভোলা: হারিয়ে যাওয়া জীবনের খোঁজে ভোলায় ইএসডিও’র আয়োজনে দিনব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে ভোলায় বইপাঠ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান বোরহানউদ্দিনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার শুরু ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ প্রভাতী যুব সংঘ কতৃর্ক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন। ভোলায় আবারো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুটিতে যাত্রীবাহী বাসের ধাক্কা বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বোরহানউদ্দিন পৌরসভার কমিটি গঠন সভাপতি বিল্টু, সম্পাদক দীপক 

দেশের মানুষ বিএনপির রাজনীতিকে বয়কট করেছে : তোফায়েল আহমেদ

NEWS ROOM / ৪৫ বার ভিউ
আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

এম রহমান রুবেল‌ঃ
বিএনপি ভোট চুরি করতে পারবে না বলেই নির্বাচন বর্জন করেছে। বিএনপির মত দল ভোট বন্ধ করা ও বানচাল করার সাহস এই বাংলার মাঠিতে রাখে না। কারণ বাংলাদেশের মানুষ তাদের সন্ত্রাসী রাজনীতিকে বয়কট করেছে বলে জানান, আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের আ’লীগের মনোনিত প্রার্থী তোফায়েল আহমেদ। মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের মানুষ শান্তি চায় আর শান্তিতে থাকতে চাইলে শান্তির প্রতিক ও উন্নযনের প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে আ’লীগ সরকার শেখ হাসিনা কে জয়যুক্ত করতে হবে। বিএনপি-জামায়াত ভোট কেড়ে নিতে চায়। সকলেই পরিবার-পরিজন নিয়ে আগামী ৭ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছনন্দের প্রার্থী কে ভোট দিয়ে সেটার উচিৎ জবাব দিবেন।

তিনি আরো বলেন, ভোলায় পর্যাপ্ত পরিমানে গ্যাস পাওয়া গেছে। সেই গ্যাস ব্যবহার করে ভোলাতে শিল্প কল কারখান গড়ে তোলা হবে। ভোলার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আর শিল্প কল কারখানা হলে বেকার যুবকের বেকারত্ব কমবে এবং তাদের চাকরির ব্যবস্থা করা হবে। ভোলাকে শিল্প নগরীতে পরিনত করা হবে। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে আর বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে। তাই আপনারা এখন যেটা চাইবেন সেটা বেঁছে নিবেন।

তোফায়েল আহমেদ বলেন, যদি আ’লীগের উন্নয়ন চান এবং দেশে শান্তিতে থাকতে চান তাহলে উন্নয়নের প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাকে জয়যুক্ত করতে হবে। আমার জীবনের সব স্বপ্ন পূরণ হয়েছে। মাত্র একটি স্বপ্ন এখনো অপূরনী রয়ে গেছে; সেটি হলো ভোলা-বরিশাল ব্রীজ। আমি বেঁচে থাকলে এই স্বপ্নটাও বাস্তবায়ন করবই।

তোফায়েল আহমেদ আরো বলেন, ধনিয়া ইউনিয়নে আমি অনেক উন্নয়ন করেছি রাস্তাঘাট-পুল-কালভার্টসহ সকল দৃশ্যমান উন্নয়ন ও ভোলার বড় সমস্যা ছিল নদী ভাঙ্গা ব্লকের মাধ্যমে সেই নদী ভাঙ্গন আমি রক্ষা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে আর বিএনপি মানুষ হত্যা, গাড়ি, ট্রেন, হাসপাতালে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে।

এ সভায় ধনিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি হারুন হাওলাদারের সভাপতিত্বে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ওয়াদুদ মিয়া, দোস্ত মাহমুদ, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজুরুল ইসলাম গোলদার প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা-উপজেলা-ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি