স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশ ঃ
প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও আনন্দময় শৈশব নিশ্চিত করার প্রত্যয়কে ধারণ করে শিশু অধিকার প্রতিষ্ঠায় দ্বীপজেলা ভোলায় দীর্ঘদিন ধরে কাজ করে চলছে ম্বপ্নদ্বীপ খেলাঘর আসর। স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের কার্যকরী সংসদের আয়োজনে এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ৩ ডিসেম্বর ২০২৩ সকাল ১০ টায় ভোলা সরকারী ফজিলাতুনন্নেসা মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জনাব পঙ্কজ রায় চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,ভোলার শিশুদের সাংস্কৃতিক বিকাশের ধারাকে বহমান রাখার জন্য স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। শিশু অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে শিশুদের জন্য একটি আনন্দময় বাংলাদেশ বিনির্মাণের জন্য খেলাঘর কর্মীদের কাজ করতে হবে।
আসরের সভাপতি ভোলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তারের সভাপতিত্বে ও আসরের সাধারন সম্পাদক সাংবাদিক নাসির লিটন স্বাগত বক্তব্য প্রদান করেন। তার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর গোলাম জাকারিয়া, অধ্যক্ষ খালেদা খানম, সংস্কৃতিজন ও শিক্ষাবিদ অসীম সাহা,শিক্ষাবিদ হোসনে আরা চিনু প্রমুখ।
কর্মশালার কর্মঅধিবেষণে প্রাক শৈশব যত্ন,শিশু অধিকার, খেলাঘর কর্মীদের দ্বায়বদ্ধতা, খেলাঘরের কর্মসুচি বাস্তবায়ন কর্মকৌশল, সদস্য সংগ্রহ অভিযান , শিশুদের সাথে সংগঠকদের আচরণসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন আসরের সংগঠক আসমা আক্তার সাথী, ভাস্কর মজুমদার,রেহানা ফেরদৌস, কাজী নাসিমা শিরিন তুলি,আফসানা ফেরদৌস ইনা,তাপস মজুমদার, উত্তম কুমার ঘোষ প্রমুখ।
কর্মশালা শেষে স্বপ্নদ্বীপ খেলাঘর বার্ষিক সম্মেলন ২০২৪ সম্পন্ন করার জন্য প্রফেসর পারভীন আক্তারকে চেয়ারম্যান ও নাসির লিটনকে আহ্বায়ক করে একটি সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠণ করা হয় এবং আগামী ফেব্রুয়ারি ২০২৪ মাসের শেষ সপ্তাহে বার্ষিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।