ডাঃ মোঃ মহিউদ্দিন
————————–
শোক বেদনায় মন যে কাতর
হৃদয় পাগলপারা,
দুই নয়নে বইছে যেন
শোকের অশ্রুধারা।
বাংলাদেশ স্বাধীন করে
প্রাণের বন্ধু চির নিদ্রা যান,
হারায়ে বঙ্গবন্ধুরে
বাঙ্গালী জাতীর
কাঁদছে মন ও প্রাণ ।
স্বাধীনতা ফিরিয়ে দিতে
এসেছিলেন যিনি,
হায়নাদের অাক্রমনে
হরিয়ে গেলেন তিনি।
তার স্মৃতি তারই প্রীতি
সোনার বাংলার
প্রতি দ্বারে দ্বারে,
তিনি আছেন তিনি থাকবেন
জনতার অন্তরে।