ঊষায় আলোকিত দেশ
ডাঃ মোঃ মহিউদ্দিন
—————————-
ঊষার আলোয় জাগিয়েছে দেশ
আধার করে দূর,
জন- জনতা জেগে উঠেছে
রাত্রি যখন-ই ভোর।
বিশ্বের উন্নয়নশীল দেশের সাথে
তাল মিলিয়ে চলতে হবে এখনি,
সফলতা আসলে পরে
দেশ ও জাতি হবে সম্মানি।
প্রশিক্ষিত হবো দেশ গড়বো
মুছে দিব সব অতীতের গ্লানি।
নতুন আলোর উদয় হয়েছে
খোলোরে এবার বন্ধ ডোর।
নতুন দিনের ভোরের হাওয়ায়
উদয় হোক যত সুমতি,
নিজের জন্য কাজ করবো
দেশ-দশের জন্য কাজ করব
তাতে হবে দেশের উন্নতি।
সুমতির উদয় হোক
ধ্বংস হোক অপশক্তি।
অপশক্তিকে রুখে দিব
শপথ নিব এখনি,
তবে-ই সমাজ ও দেশ-দশের
হবে উন্নতি।
প্রতিদিনের নতুন ভোরের
আলোয় করবো নতুন পন,
সুন্দর করে দেশ গড়তে হবে
আমাদের দেশের জনগণ।