৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ
ডাঃ মোঃ মহিউদ্দিন
—-
৭ই মার্চে রেসকোর্স ময়দানে,
সমবেত হয়েছিল বাঙালি জনগণে।
শুনেছিলেন যে ভাষণ
দিয়ে মন ও প্রাণ,
প্রিয় নেতার শেখ মুজিবুর রহমান।
বাঙালিরা শ্লোগান ধরেছিল
” শেখ মুজিবের পথ ধর,
বাংলাদেশ স্বাধীন কর” ।
“আমার দেশ তোমার দেশ,
বাংলাদেশ বাংলাদেশ”।
তিনি বাঙ্গালীদের সংগ্রামের
জন্য প্রস্তুত হতে বলেন,
ইউনেস্কো এই ভাষণকে
ঐতিহাসিক দলিল হিসেবে
স্বীকৃতি দেন।
আজও সেই স্মৃতি নিয়ে বেঁচে আছে
সোহরাওয়ার্দী উদ্যান।
জনগণের স্লোগান
“বীর বাঙালি অস্ত্র ধর,
বাংলাদেশ স্বাধীন কর”।
তিনি বলেছিলেন
” বাংলার মানুষ বাঁচতে চায়,
বাংলার মানুষ অধিকার চায়”।
“তেইশ বছরের বাংলার করুণ ইতিহাস,
বাংলার মানুষের রক্তের ইতিহাস”।
তিনি বলেছিলেন” পাকিস্তানিরা
আমাদের গোলাম করে রেখেছে,
বহু বাঙালি ছেলেদের
হত্যা করা হয়েছে”।
তিনি বলেছিলেন “পাকিস্তানিরা
কথা দিয়ে কথা রাখেনি,
জয়ী বাঙ্গালীদের অধিকার দেননি”।
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
তিনি বলেছিলেন “জনগণই হলেন
সকল ক্ষমতার অধিকারী,
যতপার দুর্গ গড়ো বাড়ি বাড়ি”।
“এ সমাবেশের পর হয়তো
কখনো আর দেখা হবে না,
কিন্তু তোমরা কেউ
আমার বিপক্ষে চলিওনা” ।
যে ভাষণ ছিল দুখের,
সে ভাষণই সূচনা করলো
বাঙালি জাতির স্বাধীনতার ও সুখের।
তিনি বীর বাঙ্গালীদের
নিয়ে পাকিস্তানিদের দিলেন হুংকার,
গর্জে উঠে বীর বাঙালি অস্ত্র ধরেন
বাংলাদেশ স্বাধীন করেন।