বঙ্গবন্ধুর ছেলেবেলা
ডাঃ মোঃ মহিউদ্দিন
—————————–
বাবুই পাখি কেমনে বাসা গড়ে,
মাছরাঙ্গা কি করে
ডুব দিয়ে মাছ ধরে ?
প্রকৃতি ও পাখপাখালীর সুর,
খুবই ভালো লাগতো
শৈশবে বঙ্গবন্ধুর।
ছোট ছোট ছেলে বন্ধুদের সাথে,
সারাদিন ভর ঘুরে বেড়াতেন
গ্রামের মাঠে-ঘাটে।
শৈশবে বঙ্গবন্ধুর
খেলার সাথী ছিল একদল,
তার খেলার মধ্যে প্রিয়
খেলা ছিল ফুটবল।
সারা গ্রামে ঘুরে বেড়াতেন
নিয়ে দলবলে,
তাদের নিয়ে খেলায়
মেতে থাকতেন
মধুমতির ঘোলা জলে।
ছোটবেলায় তিনি
ভীষণ রোগা ছিলেন,
ফুটবলে কিক দিয়ে
নিজেই উল্টে পড়তেন।
অসমাপ্ত আত্মজীবনীতে
বঙ্গবন্ধু নিজেই লিখেছেন।