অনন্ত হাসান মাসুদঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ১০ জানুয়ারি মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন জাতীয় নেতা তোফায়েল আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু,জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ।
আজ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের কারাগারে ২৯০ দিন থাকার পর ১৯৭২ সালের এই দিন বেলা ১টা ৪১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন
এ সময় সকলকে একযোগে কাজ করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিবৃন্দ ।