চরফ্যাশনে ক্ষতিগ্রস্ত ৪৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
ভোলা প্রকাশ নিউজ ডেস্ক।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারনে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশে কম ক্ষয়ক্ষতি হয়েছে। একই সময়ে ভারতে ঘূর্ণিঝড় রিমালে আঘাত হেনেছে। সেখানে অনেক ক্ষতি হয়েছে। এছাড়াও আমেরিকাতে একটি ঝড়ে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ মে) দুপুরে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকা পরিদর্শন শেষে চরফ্যাশন টিভি স্কুল মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মহিববুর রহমান আরো বলেন, আমারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সিপিপি ও রেডক্রিসেন্টের সমন্বয়ে রাত-দিন কাজ করে ঐক্যবদ্ধভাবে কাজ করে সর্বনিম্ন ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে ঘূর্ণিঝড় রিমালকে মোকাবেলা করেছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত মন্ত্রনালয় ঐক্যবদ্ধ হয়ে মিটিং করে যার যা দায়িত্ব আছে তা সঠিকভাবে পালন করার জন্য। প্রধানমন্ত্রী আমাদেরকে আরো নির্দেশ দিয়েছেন ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অতি দ্রুত তাদের সমস্যগুলো সমাধান করার জন্য। আমরা তাঁর নির্দেশ মতো কাজ করে যাচ্ছি।
প্রতিমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর যেখানেই দুর্যোগ হয় দুর্যোগ মন্ত্রনালয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেখাই গিয়ে আমরা হাজির হই। নেপাল ও তুরস্ক দুর্যোগের সময় দুর্যোগ মন্ত্রনালয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানেই গিয়ে হাজির হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দুর্যোগ মন্ত্রণালয় বিশে^র কাছে একটি রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। সেই সুনামকে ধরে রেখে আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঘূর্ণিঝড় রিমেলকে অত্যান্ত পরিকল্পনা ও দক্ষতার সাথে মোকাবেলা করেছি।
ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, ভোলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।